৩৫ তম বিসিএস পরীক্ষা সম্পর্কে গুরূত্বপূর্ণ তথ্য

bcs_22480

১. প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ২০০ নম্বরে।
২. পরীক্ষার সময় দুই ঘণ্টা।
৩. ২০০ নম্বরের পরীক্ষায় ভাষা ও সাহিত্যে ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫, গাণিতিক যুক্তিতে ১৫, মানসিক দক্ষতায় ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১০ নম্বর থাকবে।
৪. সাধারণ ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ২০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০০, আন্তর্জাতিক বিষয়ে ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বরে পরীক্ষা দিতে হবে। কারিগরি ক্যাডারের জন্য বাংলায় ১০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০০, গাণিতিক যুক্তিতে ১০০ এবং সংশ্লিষ্ট পদের বিষয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
৫. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
৬. এক হাজার ৮০৩টি শূন্য পদে নিয়োগ হবে।
৭. ৩৫তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট পদ ৪৫৫টি । এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০টি, আনসারে চারটি, নিরীক্ষা ও হিসাবে চারটি, সমবায়ে চারটি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১০টি, খাদ্যে দুটি, পররাষ্ট্রে ২০টি, পুলিশে ৫০টি, তথ্যে ১১টি এবং ডাকে ১০টি পদ রয়েছে।

বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বুয়েটের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।

বুয়েটের ওয়েবসাইট http://www.buet.ac.bd থেকে তালিকায় নাম আছে কি না, প্রার্থীরা তা দেখতে পারবেন। বিভিন্ন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে লেভেল-১, টার্ম-১-এ মোট নয় হাজার ২১৫টি আবেদনপত্র থেকে আট হাজার ৮৭৫ জন যোগ্য প্রার্থীর নাম বাছাই করা হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীরা (১০ নভেম্বর সোমবার) সকাল ১০টার পর বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

হরতালের জন্য সকল পরীক্ষা স্থগিত

৩০.১০.১৪, ০২.১১.১৪ ও ০৩.১১.১৪ তারিখের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। 

10446272_875788925773345_9041820497245548826_o

সেশনজট মুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

images (1)

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত – প্রফেসর ড. হারুন-অর- রশিদ।
২৯/১০/২০১৪ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সভা কক্ষে আঞ্চলিক কেন্দ্রসমূহকে আরো সক্রিয় ও কর্ম-উপযোগী করার লক্ষ্য এক সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “চলতি বছর থেকে ডাক বিভাগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে উত্তরপত্রসহ পরীক্ষা সামগ্রী কেন্দ্রসমূহ থেকে গ্রহণ, পরীক্ষকদের নিকট বিতরণ এবং মূল্যায়ণ শেষে নম্বরপত্র গ্রহণ ইত্যাদি সংঘঠিত হবে। এর ফলে ডাক যোগাযোগ মাধ্যম নির্ভর দীর্ঘসূত্রীতার অবসান ঘটবে ও ন্যূনতম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের থেকে শুরু করে পরবর্তী সেশনের শিক্ষার্থীদেরকে আর কোন সেশনজটে পড়তে হবে না। ইতোমধ্যে যারা সেশনজটের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করেছে।”

সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক), প্রফেসর মোঃ নোমান উর রশীদ, ট্রেজারার, মোলস্না মাহফুজ আল-হোসেন (রেজিস্ট্রার), অনুপম মুহম্মদ জাহিদ শরাফী, পরিচালক (পঃউঃ), বদরুজ্জামান (পরীক্ষা নিয়ন্ত্রক), মোঃ মুমিনুল ইসলাম, পরিচালক (তথ্য প্রযুক্তি দপ্তর), মোঃ আবু হানিফ, পরিচালক (প্রকৌশল ও পরিবহন) ও মুঃ আখতারুজ্জামান, পরিচালক (চলতি দায়িত্ব) আঞ্চলিক কেন্দ্র পরিচালন দপ্তর।

লেখা পাঠাতে বা পরামর্শের জন্য যোগাযোগ করুন

hand

আমাদের সাথে যোগাযোগ করুন এখানেঃ

 

https://www.facebook.com/circularbd2014

 

বিসিএস প্রস্তুতি ৪

Apiculture = মৌমাছি পালন বিজ্ঞান
Aviculture = পাখি পালন বিজ্ঞান
Sericulture = রেশম চাষ বিজ্ঞান
Horticulture = উদ্যান পালন বিদ্যা
Pearl Culture = মুক্তা চাষ
Herbal = ভেষজ
Pesticide / Insecticide = কীটনাশন
Piscicultre = মাছ চাষ বিজ্ঞান
Flora = উদ্ভিদকূল
Fauna = প্রাণিকুল
Entomology = কীটপতংগ সম্পর্কিত
বিদ্যা
Genetics = জ়ীনত্ত্ব
বা বংশগতি সম্পর্কিত
বিদ্যা
Physiology = শরীরবিদ্যা
Evolution = বিবর্তন সম্পর্কিত বিদ্যা
Microbiology = অণুজীববিদ্যা
Anthropology = নৃ-বিজ্ঞান
Anatomy = শারীর বিদ্যা
Ecology = বাস্তুবিদ্যা
Geology = ভূতত্ত্ববিদ্যা
Ophthalmology = চক্ষুবিজ্ঞান
Dermatology = চর্মরোগ বিজ্ঞান
Neurology = স্নায়ুবিজ্ঞান
Nephrology = রেচনতন্ত্রবিজ্ঞান

২৮/১০/১৪

২০১৪ সালের বিএড কোর্সে পরীক্ষার ফরম পূরণ

ক্লিক করুণ এখানে

bedffnotice

২০১৪ সালের বিএড কোর্সে পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তিটি দেখে নিন। শিক্ষক হতে চাইলে খুব ই কাজে লাগবে। উল্লেখ্য, বিএড এর সনদ শিক্ষক পদে নিয়োগ পেতে খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। অতএব পড়াশুনা করে পরীক্ষাটা একটু কস্ট করে দিয়ে দিন।

বাংলার নারী বিষয়ক কিছু ঐতিহাসিক তথ্য

592_391381824305424_462493023_n

এ উপমহাদেশে মেয়েদের পড়াশুনা শুরু হয় ১৮৩০ সালের পরে। সেটা শুধু কলকাতার হিন্দু অভিজাত পরিবারের মেয়েদের মাঝেই সীমাবদ্ধ ছিল। তাও শুধু সেলাই, ভূগোল এবং ইংরেজী, বোধোদয়(বাংলা+সংস্কৃত) এর উপর। ১৮৬৩ সালে পাবনা জেলার বামাসুন্দরী দেবী নামের ২১ বছরের এক তরুনী বিধবা নিজেই একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নিজেই সর্বপ্রথম ৫ টাকা বেতনে শিক্ষকতা পেশায় যোগ দেন। এটাই ছিল এ উপমহাদেশে নারীদের প্রথম চাকুরী। তার মানে কাজের ক্ষেত্রে পশ্চিমের চেয়ে পূর্ববঙ্গের মেয়েরাই এগিয়ে এসেছে।

২। প্রথম বাংগালী নারী চিকিতসক কাদম্বিনী বসু

৩। প্রথম বাংগালী নারী গ্রাজুয়েট ও স্নাতকোত্তর চন্দ্রমুখী বসু

৪। প্রথম বাঙ্গালী বিজ্ঞানে স্নাতকোত্তর (উদ্ভিদবিদ্যা) অধ্যাপিকা হেমপ্রভা বসু । তিনি জগদীষ চন্দ্র বসুর বোন ছিলেন।

৪। কবি কামিনী সেনের বাবা চন্ডী চরণ সেন তার স্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন ১৮৬৪ সালে কামিনীর জন্মের কয়েক মাস আগে। এটাই ছিল বাংগালী স্ত্রীর কাছে প্রবাসী স্বামীর প্রথম চিঠি যা এসেছিল বরিশালের বাসন্ডা গ্রামে। তখনকার দিনে স্ত্রীকে চিঠি লেখা সামাজিক লজ্জার বিষয়। এই চিঠি নিয়ে দুই পরিবারের মধ্যে হুলুস্থূল পড়ে গেল কেননা চিঠিটির খামের উপর সেন বাড়ির বধূর নাম দেখে গ্রামের পোস্ট অফিস থেকে চিঠিটি গেল গ্রামের বিশিস্ট ব্যক্তির কাছে। তিনি চিঠিখানা খুলে পুরোটা পড়ে ভাবতে বসলেন ইহা বধূর শ্বশুরের কাছেই পাঠানো হোক। চিঠিখানা দেখে তিনি এ্যতই অপমানিত বোধ করলেন যে তিনি ছুটে গেলেন পুত্রবধূর বাবার কাছে। এবার জামাইয়ের কান্ড দেখে তিনিও লজ্জা পেলেন।

৫। নারী এ্যত কস্ট ও সংগ্রামের পরে বাইরে এল, এখন আবার ধর্মের নামে তাকে ঘরে ঢোকানোর, পর্দার আড়ালে ঢোকানোর পায়তারা হচ্ছে।

নারী, তোমার অপমান, সংগ্রাম আর মুক্তির ইতিহাস জানো
সেই নারী, তুমি আর ঘরে ফিরে মরে থেকে পরে থেকোনা আবার
সেই নারী তুমি আর পর্দার আড়ালে মুখ ঢেকো না
আকাশ দেখো মুখ তুলে দু হাত ছড়িয়ে…
আর ফিরে যেও না অন্ধকারে

-আমি ই নারী, তিনশ বছরের বাঙ্গালী নারীর ইতিহাস( মালেকা বেগম এবং সৈয়দ আজীজুল হক)

বিসিএস প্রস্তুতি -৩

> বিজ্ঞান <<
* আকাশ নীল কারণঃ
> নীল আলোর বিক্ষেপণ বেশি।
* চাঁদে শব্দ শোনা যায় নাঃ
> কারণ চাঁদে বাতাস নেই।
* সবচেয়ে ভালো তাপ পরিবাহক হলোঃ
> তামা
* পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তনঃ
> শূন্য
* সর্বপ্রথম বেতার যন্ত্র আবিষ্কার করেনঃ
> মার্কনি
* ডিজিটাল ঘড়িতে যে অনুজ্জ্বল
লেখা ফুটে উঠে তাঃ
> সিলিকন চিপ
* বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয়ঃ
> 1940 সালে
* টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয়ঃ
> গামা রশ্মি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

images (1)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারী দাপ্তরিক ওয়েবসাইট হল

http://www.nubd.info/

http://www.nu.edu.bd/

ফেসবুকে সব তথ্য এবং সহযোগীতা পেতে ক্লিক করুন এখানে

https://www.facebook.com/nubgazipur?ref=bookmarks